সল্টলেকে কলসেন্টার খুলে ইউরোপে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার ২৭
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Sep 2017 07:54 PM (IST)
কলকাতা: কলসেন্টার খুলে তথ্যপ্রযুক্তির টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। সল্টলেকের সেক্টর ফাইভ থেকে গ্রেফতার ২৭ অভিযুক্ত। গতকাল বিধাননগর সাইবার ক্রাইম থানার তরফে ওই কল সেন্টারে অভিযান চালানো হয়। তদন্তকারীদের দাবি, কল সেন্টার থেকে ইওরোপের বিভিন্ন দেশে ফোন করে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হত। কল সেন্টার থেকে হার্ড ডিস্ক সহ একাধিক নথি উদ্ধার করা হয়েছে।