কলকাতা: পরিবেশ আদালতের নির্দেশ, কেএমডিএ-র নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে, রাতভর অবাধে রবীন্দ্র সরোবরে ছটপুজো। সারা রাত খোলা ছিল গেট। ছিল না পুলিশের নজরদারি। যে সমস্ত বেসরকারি নিরাপত্তারক্ষী ছিলেন, তাঁদের কাছেও কোনও নির্দেশ ছিল না।

গতকাল রাত ৩টে থেকে আজ ভোর পর্যন্ত রবীন্দ্র সরোবরে রমরমিয়ে চলল ছটপুজো। ভোর পৌনে ৪টে নাগাদ গেটের বাইরে দেখা যায় পুলিশ কর্মীদের। এদিকে, সারা রাত ধরে ভিতরে ফাটানো হয় শব্দবাজি, তারস্বরে বাজানো হয় সাউন্ড বক্স, ছিল ব্যান্ড পার্টিও। এরই মধ্যে সরোবরের জলে মিশল তেল-ঘি। সকালে দেখা যায়, জলে ভাসছে মাটির সরা, ফুল-মালা, এমনকি চকোলেট বোমও।

সকাল ৭টা নাগাদ সাফাই অভিযানে নামেন কেএমডিএ-র কর্মীরা। পরে স্থানীয় বিজেপি কর্মীরাও স্বচ্ছ অভিযান শুরু করেন। যদিও এতে দূষণ আটকানো সম্ভব হবে না বলেই মনে করছেন পরিবেশ কর্মীরা। গতবারের মতো এবারও ছটপুজোয় ফের একবার দূষিত হল রবীন্দ্র সরোবরের পরিবেশ।
প্রসঙ্গত, রাজ্যজুড়ে পালিত হচ্ছে ছটপুজো। সূর্যদেবের উপাসনায় সামিল বহু মানুষ। রাতভর গঙ্গার বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের ভিড়। ভোর থেকে শুরু হয়েছে পূজার্চনা। গঙ্গার বিভিন্ন ঘাটে চলছে ছটপুজো। মোতায়েন প্রচুর পুলিশ। চলছে নজরদারি।রয়েছে রিভার ট্রাফিক পুলিশও।