রবীন্দ্র সরোবরে ছট পুজো নয়, কেএমডিএ-র আবেদন খারিজ সুপ্রিম কোর্টের,সুভাষ সরোবরেও নিষেধাজ্ঞা বহাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Nov 2020 05:43 PM (IST)
রবীন্দ্রসরোবরে এবছর ছট পুজো করা যাবে না। কেএমডিএ-র আবেদন খারিজ করে দিয়ে জানাল সুপ্রিম কোর্ট। বহাল রাখল জাতীয় পরিবেশ আদালতের রায়।
কলকাতা: রবীন্দ্রসরোবরে এবছর ছট পুজো করা যাবে না। কেএমডিএ-র আবেদন খারিজ করে দিয়ে জানাল সুপ্রিম কোর্ট। বহাল রাখল জাতীয় পরিবেশ আদালতের রায়। রবীন্দ্র সরোবরে ছট পুজো করার জন্য আবেদন করেছিল কেএমডিএ। আজ সেই আবেদনের জরুরি ভিত্তিতে শুনানি হয়। তারপরই কেএমডিএ-র আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। এদিকে রবীন্দ্র সরোবরের পর এবার সুভাষ সরোবরেও নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট। যদিও সুভাষ সরোবর নিয়ে পরিবেশ আদালতের কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু পরিবেশগত দিক দিয়ে এই দুটি বৃহৎ জলাশয়ের অত্যন্ত্ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -