কলকাতা: এবার সেরা কয়েকটি পুজোর উদ্যোক্তাদের বিনামূল্যে চিন ভ্রমণের সুযোগ দিচ্ছে চিনা কনস্যুলেট। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন চিনের কনসাল জেনারেল মা ঝ্যানউ। তিনি বলেছেন, ‘পরিবেশ-বান্ধব প্যান্ডেল, সুরক্ষা, নিরাপত্তা ও সৌন্দর্যায়নের উপর যে প্যান্ডেলগুলি জোর দিচ্ছে, তাদের আমরা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছি আমরা। সেরা পুজোগুলির মধ্যে ১০ জনকে আমরা চিনে পাঠাব।’
চিনের কনসাল জেনারেল আরও বলেছেন, পশ্চিমবঙ্গের মন্ত্রী, বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সহ বহু মানুষকে বিচারক হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাঁরা প্যান্ডেলগুলির অলঙ্কার, শিল্প ভাবনা, সুরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ সচেতনতার বিষয়টি বিচার করে সেরা পুজো বেছে নেবেন। গত বছরও সাংস্কৃতিক আদান-প্রদানের অঙ্গ হিসেবে ৬টি বিজয়ী পুজোর ১৩ জনকে চিনে নিয়ে যাওয়া হয়েছিল। এবারও সেভাবেই ১০ জনকে নিয়ে যাওয়া হবে।
সেরা পুজো উদ্যোক্তাদের চিন ভ্রমণের সুযোগ দেবে কনস্যুলেট
Web Desk, ABP Ananda
Updated at:
24 Sep 2017 12:49 PM (IST)
ফাইল ছবি
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -