৭৯ বছরে প্রয়াত অভিনেতা চিন্ময় রায়
ABP Ananda, Web Desk | 18 Mar 2019 08:24 AM (IST)
কলকাতা: চলে গেলেন চিন্ময় রায়। বয়স হয়েছিল ৭৯ বছর। গতকাল রাত ১০টা নাগাদ সল্টলেকে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন এই বর্ষীয়াণ অভিনেতা। গতবছর জুন মাসে বাড়ির ছাদ থেকে পড়ে যাওয়ার পর থেকে আরও অসুস্থ হয়ে পড়েন। আজ হবে তাঁর শেষকৃত্য। বাংলা ছবির স্বর্ণযুগের অন্যতম কুশীলব চিন্ময়ের জন্ম ১৯৪০ সালের ১৬ জানুয়ারি, অধুনা বাংলাদেশের কুমিল্লায়। রুপোলি পর্দায় কমেডিয়ান হিসেবে জনপ্রিয় হলেও অভিনয়ের শুরুটা হয়েছিল থিয়েটারের মঞ্চে। একসময় নান্দীকারে অভিনয় করতেন চিন্ময় রায়। প্রথম ছবি তপন সিংহর পরিচালনায় গল্প হলেও সত্যি। এরপর চারমূর্তি, ধন্যি মেয়ে, ননীগোপালের বিয়ে, হাটেবাজারে, ঠগিনী, ফুলেশ্বরী, মৌচাক, বসন্ত বিলাপ, ওগো বধূ সুন্দরী, অমৃতকুম্ভের সন্ধানে- বাংলা ছবির অনেকটা জুড়ে ব্যাপ্ত ছিলেন চিন্ময়। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন, চিড়িয়াখানা ছবিতে। বসন্ত বিলাপ ছবিতে তাঁর ‘একবার বল তুমি উত্তমকুমার’ ডায়ালগ আইকনিক মর্যাদা পেয়েছে। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে বাংলা মঞ্চ ও চলচ্চিত্র- দুইই অনেকটা দরিদ্র হয়ে গেল।