বেআইনি আর্থিক প্রতিষ্ঠানকাণ্ডে নাম জড়াল জুনিয়র পি সি সরকারের, তলব সিবিআই-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2016 04:41 PM (IST)
কলকাতা: জাদুকর পি সি সরকারকে ম্যারাথন জেরা সিবিআইয়ের। রেস্তোঁরা খোলার জন্য টাওয়ার গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। সিবিআই সূত্রে এমনটাই দাবি। অন্যদিকে, এমপিএসের সম্পত্তি চিহ্নিতকরণের সময় হাইকোর্ট গঠিত কমিটিকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার সিবিআই নজরে জাদুকর! বেআইনি আর্থিক প্রতিষ্ঠানকাণ্ডে নাম জড়াল জুনিয়র পি সি সরকারের! তাঁকে ডেকে সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরা করলেন গোয়েন্দারা! সিবিআই সূত্রে দাবি, বাজেয়াপ্ত হওয়া টাওয়ার গ্রুপের বিভিন্ন নথি থেকে জানা গিয়েছে, হাওড়ার ফুলেশ্বরের মুম্বই রোডে একটি রেস্তোরাঁ খোলার পরিকল্পনা ছিল পি সি সরকারের। এ বিষয়ে টাওয়ার গ্রুপের সঙ্গে সাত কোটি টাকার চুক্তি করেছিলেন তিনি। সিবিআই সূত্রে দাবি, টাওয়ার গ্রুপের বেশ কয়েকটি বিজ্ঞাপনও করেছিলেন পি সি সরকার। সূত্রের খবর, সেই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতেই শুক্রবার পিসি সরকারকে তলব করেন সিবিআইয়ের তদন্তকারীরা। এদিন প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জেরা করা হয়। সিবিআই সূত্রে খবর, পি সি সরকারের বয়ান খতিয়ে দেখার পর, প্রয়োজন হলে ফের তলব করা হতে পারে। অন্যদিকে, বেআইনি আর্থিক প্রতিষ্ঠান এমপিএসের সম্পত্তি চিহ্নিতকরণের সময় বিচারপতি এস পি তালুকদারের নেতৃত্বে গঠিত এক সদস্যের কমিটিকে পুলিশি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ১৩, ১৪, ১৫ ও ১৭ জুন লেকটাউন, কৈখালি, পাতিপুকুর ও চৌরঙ্গিতে এমপিএসের সম্পত্তি পরিদর্শনে যাবে কমিটি।