কলকাতা: মাসখানেক ধরে কার্যত লুকোচুরি খেলার পর অবশেষে প্রকাশ্যে এলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়!ভবানী ভবনে গিয়ে দেখা করলেন গোয়েন্দাদের সঙ্গে! হল ম্যারাথন জিজ্ঞাসাবাদ।ভবানী ভবনে ঋতব্রত আসেন দুপুর সাড়ে বারোটা নাগাদ। বেরোলেন সন্ধে ৬.১০ নাগাদ।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগের মামলায় অভিযুক্ত বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত।
৩ অক্টোবর বালুরঘাট আদালত শর্তসাপেক্ষে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। বিচারক নির্দেশ দেন, তদন্তে সিআইডি-কে সবরকম সহযোগিতা করতে হবে।
এরপর মঙ্গলবার দুপুরে আইনজীবীকে নিয়ে ভবানী ভবনে যান ঋতব্রত। তাঁকে প্রায় সাড়ে ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপ। সূত্রের দাবি,
ঋতব্রতর কাছে জানতে চাওয়া হয়, তিনি কতদিন ধরে নম্রতা দত্তকে চেনেন?
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত সাংসদ এতদিন কোথায় ছিলেন, তাও জানতে চান তদন্তকারীরা।
ঋতব্রতর অবশ্য দাবি, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার।
সিআইডি সূত্রে খবর, এদিন নিজের দাবির স্বপক্ষে বেশ কিছু নথি জমা দেন ঋতব্রত। বুধবার তাঁকে ফের তলব করেছেন গোয়েন্দারা।
এর আগে ঋতব্রতর গাড়ির চালক রবিন বৈরাগীকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ঋতব্রতর বান্ধবী দূর্বা সেনের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা।