কলকাতা: পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ ও তাঁর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে ভিন্ রাজ্যে সিআইডি।
দাসপুর সোনা লুঠ মামলার তদন্তে শুরু হয়েছে তল্লাশি। সন্ধান চলছে ভারতীর প্রাক্তন নিরাপত্তারক্ষী সুজিত মণ্ডলেরও। সিআইডি সূত্রে খবর, রাজ্যে এদের খোঁজ মিলছে না। তাঁরা উত্তর ভারতে লুকিয়ে রয়েছেন বলে অনুমান।
পাশাপাশি, খড়গপুর লোকাল থানার তত্কালীন ওসির দাসপুরের বাড়ি-সহ মেদিনীপুরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন সিআইডি অফিসাররা। এদিকে, ভারতী ঘনিষ্ঠ ঘাটালের তৎকালীন সিআই শুভঙ্কর দে ও ঘাটাল থানার প্রাক্তন ওসি চিত্ত পালকে আজই ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে।
ভারতী ঘোষ ও তাঁর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে ভিন রাজ্যে সিআইডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Feb 2018 02:29 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -