ভিক্টোরিয়া মেমোরিয়াল-ভারতীয় জাদুঘরে প্রহরী-বদল, নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ
Web Desk, ABP Ananda | 12 Jul 2016 06:01 AM (IST)
কলকাতা: ভিক্টোরিয়া মেমোরিয়াল-ভারতীয় জাদুঘরে প্রহরী-বদল। নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সিআইএসএফ। তিন মাসের মধ্যে সম্ভবত নিরাপত্তায় বদল। ভিক্টোরিয়ায় নিযুক্ত হবেন ১১৩ জন সিআইএসএফ জওয়ান। জাদুঘরে নিযুক্ত হবেন ৫৭ জন সিআইএসএফ জওয়ান। এক মামলার প্রেক্ষিতে আজ এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, আগে এই দুই সৌধের নিরাপত্তার-দায়িত্ব ছিল কলকাতা পুলিশের হাতে।নিরাপত্তার দায়িত্ব ছিল বেসরকারি নিরাপত্তা সংস্থার ওপরেও। নিরাপত্তার-দায়িত্ব সামলাতেন ভিক্টোরিয়ার নিজস্ব কর্মীরাও।