এজেসি বোস রোড উড়ালপুলে দুর্ঘটনায় পুরকর্মীর মৃত্যু কোন গাড়ির ধাক্কায় ? ধোঁয়াশা
ABP Ananda, web desk | 25 Sep 2016 12:38 PM (IST)
কলকাতা: দুর্ঘটনায় পুরকর্মীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা। এজেসি বোস রোড উড়ালপুলে প্রাণ গেল নওয়ালকিশোর রায় নামে এক পুরকর্মীর। গতকাল গভীর রাতে রাস্তার প্যাচওয়ার্কের কাজ সেরে উড়ালপুলের ওপরেই বিশ্রাম নিচ্ছিলেন নওয়ালকিশোর-সহ কয়েকজন পুরকর্মী। এরপরই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় নওয়ালকিশোরের। প্রথমে মনে করা হচ্ছিল দ্রুত গতিতে কোনও গাড়ি এসে ধাক্কা মারায় পুরকর্মীর মৃত্যু হয়েছে। কিন্ত সেতুর ওপর থাকা সিসিটিভি ফুটেজে কোনও গাড়িকেই সেতুতে উঠতে দেখা যায় নি। এই অবস্থায় যে রোলার দিয়ে সেতুর কাজ চলছিল তার ধাক্কাতেই পুরকর্মী প্রাণ হারিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য পুরকর্মীদের সঙ্গেও কথা বলছে পুলিশ।