চাই স্থায়ী চাকরি, শিয়ালদহ স্টেশন চত্বরে রাতভর বিক্ষোভ বিপর্যয় মোকাবিলা দফতরের অস্থায়ী কর্মীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2021 09:14 AM (IST)
বিক্ষোভকারীরা দাবি করেছেন, চাকরিতে স্থায়ীকরণ, মাসে ন্যূনতম ২৮ দিন কাজ সহ একাধিক দাবিতে গতকাল নবান্নে গিয়ে তাঁরা দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। কিন্তু তাতে লাভ হয়নি কিছু।
কলকাতা: চাকরিতে স্থায়ীকরণ-সহ একগুচ্ছ দাবিতে শিয়ালদা স্টেশন চত্বরে কাল রাত থেকে বিক্ষোভ দেখাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের অস্থায়ী কর্মীরা। বিক্ষোভকারীরা দাবি করেছেন, চাকরিতে স্থায়ীকরণ, মাসে ন্যূনতম ২৮ দিন কাজ সহ একাধিক দাবিতে গতকাল নবান্নে গিয়ে তাঁরা দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। কিন্তু তাতে লাভ হয়নি কিছু।
কাজ না হওয়ায়, বিক্ষোভকারীরা প্রথমে ফিয়ার্স লেনে জড়ো হন। অভিযোগ, পুলিশের অনুমতি না থাকায় সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এরপর রাতভর শিয়ালদহ স্টেশনে বিক্ষোভ দেখান বিপর্যয় মোকাবিলা দফতরের চুক্তিভিত্তিক কর্মীরা। সরকারিভাবে তাঁদের কিছু জানানো না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বিস্তারিত খবর আসছে....
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -