সরস্বতী পুজো নিয়ে অশান্তি ছড়াল বালিগঞ্জের দেওদার স্ট্রিটে, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর
ABP Ananda, Web Desk | 04 Feb 2017 01:10 PM (IST)
কলকাতা: সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে বালিগঞ্জের দেওদার স্ট্রিটে একদল মত্ত যুবক তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন, ভাঙচুর করা হয়েছে ৫টি গাড়ি। দুপক্ষের ৫জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, কাল রাত ১০টা নাগাদ সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে এলাকার একদল দুষ্কৃতীর সঙ্গে স্থানীয় এক ট্যাক্সিচালকের বচসা বাধে। তার জেরে মত্ত দুষ্কৃতীরা ওই ট্যাক্সিচালককে মারধর করে। বাধা দিলে স্থানীয় বাসিন্দাদের মারধর করা হয়। বাদ দেওয়া হয়নি মহিলাদেরও। এতে একজনের মাথা ফেটে যায়। এলাকার ৫টি গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটলেও, নেপথ্যে এলাকা দখল ও প্রোমোটার চক্রের যোগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।