জিডি বিড়লার পর কারমেল, ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গণপ্রহারের পর গ্রেফতার শিক্ষক, ধস্তাধস্তিতে জখম পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Feb 2018 12:11 PM (IST)
কলকাতা: মাস দুয়েক আগেই দুই খুদে পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল জিডি বিড়লা এবং এমপি বিড়লা স্কুলে। এবার একই অভিযোগ দেশপ্রিয় পার্কের কারমেল প্রাইমারি স্কুল! দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার শিক্ষক। আজ এই ঘটনা ঘিরে পুলিশের সঙ্গে অভিভাবকদের ধস্তাধস্তি শুরু হয়। আহত হন টালিগঞ্জ থানার ওসি এবং অ্যাডিশনাল ওসি। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নাচের শিক্ষক সৌমেন রানাকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিশ।। স্কুল সূত্রে খবর, ৬ মাস আগে অস্থায়ী শিক্ষক হিসেবে কাজে যোগ দেন অভিযুক্ত। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। যদিও তাতেও ক্ষোভ কমেনি। অভিভাবকরা চান সন্তানদের নিরাপত্তা। দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীর পরিবারের দাবি, ক্লাস করানোর নাম করে কয়েক মাস ধরেই ওই শিশুকে যৌন নিগ্রহ করছিলেন নৃত্য শিক্ষক। বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে বাড়িতে বিষয়টি জানায় শিশু। এই ঘটনার প্রতিবাদে আজ ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। খবর পেয়ে স্কুলে পৌঁছয় টালিগঞ্জ সহ বেশ কয়েকটি থানার পুলিশ। লালবাজার থেকেও আসে বাহিনী। কিছুক্ষণ পর, অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে বের করা হয়। ছিনিয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি মারধর করা হয় ওই শিক্ষককে। পুলিশের ওপরও আছড়ে পড়ে রোষ। যদিও গোটা ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুলের ভিতরে আটকে পড়া পড়ুয়াদের বের করে আনতে যায় তারা। কিন্তু, অভিভাবকদের অভিযোগ, পড়ুয়াদের বের করার নামে যৌন নিগ্রহে অভিযুক্ত নাচের শিক্ষককে সেফ প্যাসেজ দিয়ে বের করে নিয়ে যায় পুলিশ। সেই সময় অভিযুক্তের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে অভিভাবকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অভিযোগ, এরই মাঝে টালিগঞ্জ থানার ওসি ও অ্যাডিশনাল ওসির উপর হেলমেট নিয়ে চড়াও হয় কয়েকজন। হেলমেটের আঘাতে আহত হন দুই পুলিশ অফিসার। সেই সময় একজনকে চিহ্নিত করে ট্যাক্সি দাঁড় করিয়ে জোর করে সেখান থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। এরপর স্কুলের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা।