বাবার হাত ধরে রাস্তা পেরোতে গিয়ে লরির চাকায় পিষ্ট খুদে পড়ুয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jul 2016 02:21 PM (IST)
কলকাতা: রাস্তা পেরোতে গিয়ে দ্রুতগতির লরির ধাক্কা। বাবার সঙ্গে স্কুল যাওয়ার পথে চাকায় পিষ্ট ক্লাস ওয়ানের ছাত্র। ঘড়িতে তখন সকাল ৭টা রোজকার মতো সোমবার সকালে বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল বৌবাজারের এক বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আজিজ সেন্টওয়ালা। প্রত্যক্ষদর্শীদের দাবি,গণেশচন্দ্র অ্যাভিনিউ ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগস্থলে রাস্তা পেরোনোর সময় দ্রুতগতি আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। ছিটকে পড়ে আজিজ। তাঁকে পিষে দিয়ে চলে যায় ট্রাকটি। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, আজিজকে মৃত বলে ঘোষণা করে চিকিত্সকরা। কোমরে আঘাত পেয়েছেন আজিজের বাবাও। চালককে গ্রেফতার করেছে বৌবাজার থানার পুলিশ। আটক করা হয়েছে লরিটি।