কলকাতা: পর্ণশ্রীর অক্ষয় পাল রোডের বাড়ি থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবার সূত্রে খবর, কাল সন্ধ্যায় বাড়িতে একা ছিল ওই ছাত্রী। মায়ের দাবি, রাত সাড়ে আটটা নাগাদ দোকান থেকে ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরিবার সূত্রে খবর, সোমবার স্কুলে গিয়েছিল বেহালার পর্ণশ্রীর বাসিন্দা শ্রেষ্ঠা দে। রাতে মা ও দিদি বাজারে গিয়েছিলেন। বাড়িতে সে একাই ছিল। ন’টা নাগাদ মায়েরা ফিরে দেখেন, দরজা বন্ধ! খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। দরজা খুলে ঘর থেকে উদ্ধার হয় শ্রেষ্ঠার ঝুলন্ত দেহ!
কিন্তু কেন এই পথ বেছে নিল সে? পরিবারের দাবি, স্কুলের টিফিন নিয়ে না কি বান্ধবীর সঙ্গে ঝামেলা হয়েছিল শ্রেষ্ঠার। মৃত ছাত্রীর মা বলেন, শরীরটা খারাপ ছিল। কেক দিয়েছিলাম, টাকা দিইনি। বন্ধুরা ডেকেছিল, ওরা দেয়নি, তাড়িয়ে দেয়। এরপর কয়েকজনের মা-বাবা অপমান করে।
পরিবারের দাবি, মঙ্গলবার সকালে ছাত্রীর স্কুলের ব্যাগ থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। যেখানে শ্রেষ্ঠা লিখেছে, প্রিয় বান্ধবীর জন্য পৃথিবী থেকে চলে যাচ্ছি। আমাকে সবাই ঠকিয়েছে। আমি চলে গেলে সবার ভাল হয়।মা-বাবা ভাল থেকো। দিদির বিয়েতে থাকতে পারব না, ওপর থেকে দেখব।
শ্রেষ্ঠার স্কুলের প্রধান শিক্ষিকা আবার চাঞ্চল্যকর দাবি করেছেন! তিনি জানান, আত্মহত্যা করবে বলে আগেই সহপাঠীদের জানিয়েছিল ওই ছাত্রী। ষষ্ঠ শ্রেণির সংশ্লিষ্ট সেকশনকেও শনিবার পর্যন্ত সাসপেন্ড করার সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের।
স্কুলের সহপাঠীর সঙ্গে টিফিন নিয়ে বচসা, আত্মঘাতী ষষ্ঠ শ্রেণীর ছাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2017 10:12 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -