কলকাতা: ক্লাসে হাত থেকে পেন্সিল পড়ে যাওয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ। অভিযুক্ত শিক্ষিকা। ঘটনাকে কেন্দ্র করে দমদমের সেন্ট্রাল মডার্ন স্কুলে অভিভাবকদের বিক্ষোভ।
অভিভাবকদের অভিযোগ, গতকাল ক্লাস চলাকালীন হাত থেকে পেন্সিল পড়ে যায় তৃতীয় শ্রেণির ওই ছাত্রের। এতে ক্ষিপ্ত হয়ে ক্লাস টিচার মিনতি সাহা তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। কোমরে ও পায়ে চোট পায় ওই পড়ুয়া। এর প্রতিবাদে আজ সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রধান শিক্ষিকা-সহ অন্য শিক্ষিকারা হাত জোড় করে ক্ষমা চেয়ে, যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
ক্লাসে হাত থেকে পেন্সিল পড়ে যাওয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রকে মারধর শিক্ষিকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Sep 2016 09:05 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -