রহস্যজনকভাবে বুধবার থেকে নিখোঁজ দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলের দশম শ্রেণির এই মেধাবী ছাত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Mar 2018 01:56 PM (IST)
কলকাতা: রহস্যজনকভাবে নিখোঁজ দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলের দশম শ্রেণির ছাত্র। গতকাল স্কুল থেকে বাড়ি ফেরার পথে, মুদিয়ালি এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় সায়নদীপ সিংহ। ক্লাসে প্রথম হত সায়নদীপ। পরিবারের দাবি, গতকাল তার কাছে ২ হাজার টাকাও ছিল। রাতে টালিগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করে ছাত্রের পরিবার। আজ লালবাজারে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন তার অভিভাবকরা।