কলকাতা:  সকালে মেঘলা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার কলকাতার আকাশ। কাল থেকে বাড়বে শীত। পারদ ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে। পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণে মেঘলা আকাশ হলেও, দার্জিলিং ও সিকিমের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শীতল দিনের পূর্বাভাস উত্তরবঙ্গে। আজও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। শনি ও রবিবার রাজ্যজুড়ে কুয়াশার সতর্কতা রয়েছে। মেঘলা আকাশের জেরে আজ কিছুটা বাড়ল তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।  মেঘলা আকাশে জেলার তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তুরে হাওয়ায় রয়েছে শীতের আমেজ। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘের চাদরে মুখ ঢেকে ছিল আকাশ। সূর্যের দেখা মেলেনি, কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। তাই দিনের বেলায় শীত.শীত ভাব থাকলেও রাতে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। বরং রাতের দিকে খানিকটা গরমভাবই অনুভব করা গিয়েছে। ডিসেম্বরের শেষে জাঁকিয়ে শীত পড়েছিল রাজ্যে। কিন্তু ইংরেজি নতুন বছর পর থেকে মেঘ-বৃষ্টির ফলে সেই ছন্দ হারায় শীত।