কলকাতা:  জুন মাসের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন সফরে যাবেন। খবর নবান্ন সূত্রে। মূলত, বিনিয়োগ আনতেই মুখ্যমন্ত্রীর বেজিং ও হুনান সফর। রাজ্য থেকে শিল্পপতিদের একটি দল তাঁর সঙ্গে যাবে।   চিনে একটি বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, কয়েকটি শিক্ষা সংক্রান্ত সম্মেলনেও তিনি যোগ দেবেন।  বিশ্বে ম্যানুফ্যাকচারিং শিল্পের জন্য চিন বিখ্যাত। সেই ম্যানুফ্যাকচারিং শিল্প রাজ্যে আনতেই মুখ্যমন্ত্রীর এই সফর।