কলকাতা: আগামী সপ্তাহে উদ্বোধন হবে মাঝেরহাট ব্রিজের। জানা গিয়েছে, আগামী সপ্তাহের বৃহস্পতিবার ৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন নবনির্মিত মাঝেরহাট ব্রিজের।

ব্রিজ উদ্বোধনের পথে শুধুমাত্র অন্তরায় ছিল রেলের ছাড়পত্র। গতকালই রাজ্যের হাতে চলে এসেছে যে ছাড়পত্র এসেছে। সোমবার দিন দফতর খোলার পরই পরবর্তী কী কাজ বাকি রয়েছে খতিয়ে দেখে কী ভাবে উদ্বোধন হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস।

দু-বছর আগে মাঝেহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই কলকাতার দক্ষিণ অংশ ও দক্ষিণ চব্বিশ পরগণার সঙ্গে মূল কলকাতার সংযোগ অনেকাংশে ব্যাহত হচ্ছিল এতদিন। আগামী সপ্তাহেই এতদিনের সেই সমস্যা মিটতে চলেছে।

দ্বিতীয় হুগলি সেতুর আদলে কেবল ব্রিজ হয়েছে মাঝেরহাটে। লোড টেস্টিং সহ শেষ পর্যায়ের যাবতীয় কাজ শেষের পর চলছিল উদ্বোধনের অপেক্ষা।

গত বৃহস্পতিবার দ্রুত মাঝেরহাট ব্রিজ চালু দাবিতে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মিছিল করেছিল বিজেপি। যে মিছিল ঘিরে বেঁধেছিল ধুন্ধুমার। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন বিজেপি সমর্থকরা।

পরে সেদিনই পাল্টা মিছিল করেছিল তৃণমূল কংগ্রেসও। বিজেপি-র মিছিলকে নাটক বলে দাবি করেছিল তারা। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক নেতা বলেন, রেলের অসহযোগিতাতেই দেরী হচ্ছে উদ্বোধনে। যে অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছিল পূর্ব রেল।

আজও তৃণমূলের নেতৃত্বে মিছিল হয়, যেখানে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, 'বিজেপি আগে থেকে ছাড়পত্রের খোঁজ পেয়েছিল বলেই মিছিলের নাটক করে।'