কলকাতা: বৃহস্পতিবার এক বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার কাছে ঘেউ ঘেউ করে লাভ হবে না। ‘আমি যতটা দিতে পারি সেটা আমাকে বলতে হয় না। পয়লা জানুয়ারি থেকে ১৫ শতাংশ ডিএ.....’
সোমবার হাইকোর্টে ডিএ মামলার শুনানিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করেন মামলাকারীদের আইনজীবী। সেই প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের মন্তব্য, এই ধরনের শব্দবন্ধ প্রয়োগ করা দুর্ভাগ্যজনক।
এর পাশাপাশি সরকারি আইনজীবীর উদ্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপত বলেন, শুধু মৌখিকভাবে ঘোষণা করলেই হয় না। বিজ্ঞপ্তি কি জারি হয়েছে?
অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, বুধবারের মধ্যে বিজ্ঞপ্তি জারি হবে।
ওই দিনই দুপুর দু’টোয় এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
মুখ্যমন্ত্রীর ডিএ মন্তব্য: আমার কাছে ঘেউ ঘেউ করে লাভ নেই, এই ধরণের শব্দবন্ধের ব্যবহার দুর্ভাগ্যজনক, হাইকোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Sep 2017 07:39 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -