ফ্ল্যাটে ডেকে সহকর্মীকে ‘ধর্ষণের চেষ্টা’, গ্রেফতার ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Feb 2017 02:22 PM (IST)
কলকাতা: অফিসের সহকর্মীরা মিলে ফ্ল্যাটে মদ্যপানের আসর বসিয়েছিল। সেখানেই মাদক খাইয়ে এক মহিলা সহকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। পুলিশ তাদের গ্রেফতার করেছে। অভিযোগকারী তরুণীর বাড়ি উত্তরপ্রদেশে। সেক্টর ফাইভে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করেন। তাঁর দাবি, শুক্রবার সকালে অফিসের চার সহকর্মীর সঙ্গে বাগুইআটির জর্দাবাগানের এই ফ্ল্যাটে আসেন তিনি। ফ্ল্যাটটি অভিষেক আনন্দ নামে তাঁর এক সহকর্মীর। চার সহকর্মীর মধ্যে তিনি ছাড়াও আরেক মহিলা ছিলেন। সন্ধ্যায় অভিষেক ও আরেক সহকর্মী মিলে তাঁকে মাদক খাইয়ে ধর্ষণের চেষ্টা করেন। কোনওমতে সেখান থেকে পালিয়ে তিনি অন্য একটি ফ্ল্যাটে আশ্রয় নেন। এরপর অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা বাগুইআটি থানায় খবর দেন। পুলিশ এসে অভিষেক সহ দুই যুবককে গ্রেফতার করে। ফ্ল্যাটে উপস্থিত আরেক তরুণীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।