কলকাতা: অক্টোবরেই স্নাতক, স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা। ১-১৮ অক্টোবরের মধ্যে কলেজের ফাইনাল পরীক্ষা, খবর সূত্রের। কলেজ ফাইনালের ফল প্রকাশ হবে অক্টোবরের মধ্যেই।


নতুন করে পরীক্ষা যাদবপুর, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে।  নতুন করে পরীক্ষা নিতে হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী।

তবে নতুন করে আর পরীক্ষা নেওয়া হবে না বলেই জানিয়েছে প্রেসিডেন্সি-ম্যাকাউট। ইউজিসির বিধি মেনে পরীক্ষা, তাই আর নয়, দাবি প্রেসিডেন্সির।

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে বাড়িতে বসেই ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়ার ভাবনা চিন্তা চলছে। এই বিষয়ে উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনলাইন/অফলাইনে ফাইনাল পরীক্ষা নেওয়ার ভাবনাও মাথায় রয়েছে সরকারের। ফাইনাল পরীক্ষা নিয়ে আর কোনও নির্দেশ দেবে না সরকার। বরং সুপ্রিম কোর্টের পরামর্শ মেনেই পরীক্ষা নেওয়ার নির্দেশ।