কলকাতা: প্রতারণা চক্রের কিংপিন কলেজ ছাত্রী! ঋণ পাইয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। গ্রেফতার ছাত্রী ও তাঁর সঙ্গী।
সাধারণ মানুষকে আকৃষ্ট করতে বিজ্ঞাপনে ব্যবহার করা হত এরকমই নানা শব্দবন্ধ! আর এই ফাঁদেই পা দিতেন বহু মানুষ! এভাবেই দিনের পর দিন রমরমিয়ে চলছিল প্রতারণার কারবার! কিন্তু শেষরক্ষা হল না!
পুলিশ সূত্রে দাবি, গত ২৫ নভেম্বর সল্টলেক সেক্টর ওয়ানের একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, কয়েকদিন ধরেই ব্যাঙ্কে ভিড় বাড়ছিল! বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে সবাই সহজ শর্তে ঋণের বিষয়ে জিজ্ঞেস করছিলেন!
জানা যায়, ব্যাঙ্ক ও নানা ঋণদানকারী সংস্থার লোগো জাল করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। তদন্তে নামে পুলিশ। অবশেষে জালে ধরা পড়ে চক্রের দুই পাণ্ডা।
একজন বাদুরিয়ার প্রিয়া দাস। বসিরহাট কলেজের তৃতীয় বর্ষের এই ছাত্রীকে বারাসত থেকে গ্রেফতার করা হয়েছে। আরেক অভিযুক্ত জাহাঙ্গির মণ্ডলের বাড়ি বাদুরিয়া। তিনি পেশায় ইঞ্জিনিয়র।
ধৃতদের কাছ থেকে ল্যাপটপ, ওয়াই ফাই রাউটার, এক্সটারনাল হার্ডডিস্ক, ৪টি মোবাইল ফোন, ২টি ডেবিট কার্ড, ব্যাঙ্কের পাসবুক ও ২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, মূলত গ্রামের মানুষদেরই টার্গেট করত প্রতারকরা। আর কারা কারা এই চক্রে জড়িত, তা জানার চেষ্টা করছে বিধাননগর পুলিশ।
ঋণ পাইয়ে দেওয়ার নামে ফোন, বিশ্বাস পেতে ব্যাঙ্কের লোগো চুরি, জালে চক্রের কিংপিন কলেজ ছাত্রী ও সঙ্গী ইঞ্জিনিয়র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Nov 2017 04:20 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -