ঝিলম করঞ্জাই, কলকাতা: ২০১৯ সালের অভিযোগ। আকাঙ্খা পাণ্ডে নামের একজন সল্টলেকের কলম্বিয়া এশিয়া হাসপাতালের বিরুদ্ধে বাড়তি বিলের অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন হাসপাতাল কর্তৃপক্ষের ৫০ হাজার টাকা জরিমানা সহ সতর্ক করল স্বাস্থ্য কমিশন।
অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজস্ব ফার্মাসি থেকে রোগীর পরিবারকে ওষুধ কিনিয়েছে অথচ কোনও ছাড় দেয়নি। ওষুধের জন্য মোট ১ লক্ষ ৮২ হাজার টাকার বিল করা হয়। সেখান ন্যূনতম ১০ শতাংশ ছাড়ও দেওয়া হয়নি। শুধু তাই নয়, আইসিইউ-তে চিকিৎসকদের চার্জও বেশি দেখানো হয়েছে। একই সঙ্গে একই ওষুধ বহুবার লেখার মতো মারাত্মক অভিযোগও উঠেছে কলম্বিয়া এশিয়ার বিরুদ্ধে।
এই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য কমিশন হাসপাতালের গাফিলতির বিষয়টিকে বেশ কড়া নজরেই বিচার করেছে। সমস্ত পর্যবেক্ষণের পর একই ওষুধ বারবার লেখার প্রমাণও তাদের হাতে এসেছে। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির বিষয়ে রোগীর পরিবারকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কমিশন। একই সঙ্গে হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
হাসপাতালের তরফে জেনারেল ম্যানেজার অরিন্দম বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ-কে জানিয়েছেন, তাঁরা কমিশনের রায়কে চ্যালেঞ্জ করবেন। তাঁর বক্তব্য, কেন একাধিকবার একই ওষুধ ব্যবহার করা হয়েছে, তা নির্দিষ্টভাবে জানানো হয়েছে। রোগীর জন্য বাইরে থেকে চিকিৎসক আনিয়েও চিকিৎসা করা হয়েছে। কেন হাসপাতালের চিকিৎসকদের ফি নিয়ে আপত্তি করা হচ্ছে, সে বিষয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি। ৫০ হাজার জরিমানা প্রসঙ্গে তাঁর মন্তব্য, রাজ্যের কোনও আইনে ১০ শতাংশ ছাড়ের কথা বাধ্যতামূলক করা হয়নি। সেক্ষেত্রে কমিশনের এমন রায়ে তাঁরা বিস্মিত।