কলকাতা: বামেদের সঙ্গে যে জোট হয়েছে, তা ভবিষ্যতেও বজায় থাকবে। দু’পক্ষই পরস্পরের যত্ন নেব। আগামী দিনেও হাত ধরাধরি করেই চলব। আলিমুদ্দিনের উদ্দেশে ফের জোট-বার্তা প্রদেশ কংগ্রেস সভাপতির। রমজান মাস শেষ হলেই মানুষের দাবি নিয়ে আন্দোলন, ঘোষণা অধীর চৌধুরীর।

জোট নিয়ে যখন বঙ্গ সিপিএম তাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটছে, তখন এভাবেই জোট টিকিয়ে রাখতে নিজেদের মনোভাব স্পষ্ট করে দিলেন অধীর চৌধুরী।


রবিবার বিধানভবনে দলের জেলা সভাপতি, বিধায়ক, সাংসদদের নিয়ে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সূত্রের খবর, ওই বৈঠকে জোটের পক্ষে জোরাল সওয়াল করে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, মূল্যবৃদ্ধির মতো মানুষের ইস্যুকে নিয়ে আন্দোলন করতে হবে। একযোগে ময়দানে নামতে হবে জোটের কাণ্ডারিদের।

আলিমুদ্দিনের উদ্দেশে বিধান ভবনের স্পষ্ট বার্তা, জোটকে ধরে রাখতে, তাদের তরফে আন্তরিকতার কোনও অভাব থাকবে না।

কংগ্রেসের সঙ্গে জোটকে অটুট রাখতে সিপিএম রাজ্য কমিটির বৈঠকে সূর্যকান্ত মিশ্র যে বক্তব্য পেশ করেছেন, এদিন তাকেও স্বাগত জানিয়েছেন অধীর চৌধুরী।

ভোটে বিপর্যয় হলেও, জোট টিকিয়ে রাখতে প্রদেশ কংগ্রেস ও রাজ্য সিপিএম নেতৃত্ব যে আন্তরিক, তা গত কয়েকদিনে একাধিকবার স্পষ্ট হয়েছে।

একসঙ্গে ভোটপরবর্তী হিংসায় বিধ্বস্ত বসিরহাটে গিয়েছেন বিরোধী দলনেতা ও সিপিএমের পরিষদীয় দলনেতা। হরিদেবপুরে খুন হওয়া ছাত্রের বাড়িতেও দেখা গিয়েছে সিপিএম-কংগ্রেস সমঝোতার ছবি। কংগ্রেস জানিয়ে দিয়েছে, বিধানসভার ভিতরেও বামেদের সঙ্গে সমন্বয় রেখেই রণকৌশল চূড়ান্ত করা হবে।