কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে আদালতে লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমেও প্রতিবাদে বিরোধীরা। মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে রাজ্যজুড়ে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে আজ রানি রাসমণি অ্যাভিনিউয়ে অনশন অবস্থান করতে চলেছে প্রদেশ কংগ্রেস।
হাইকোর্টে পঞ্চায়েত মামলার শুনানির পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সেখানে যোগ দেওয়ার কথা। পাশাপাশি, সুষ্ঠু নির্বাচনের দাবি ও নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির প্রতিবাদে রাস্তায় নামছে বামেরাও। বেলা আড়াইটেয় বিড়লা তারামণ্ডলের কাছ থেকে ১৭টি বাম দলের মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত।
পঞ্চায়েত ভোটে মনোনয়ন দেওয়া নিয়ে অশান্তির অভিযোগে আজ কংগ্রেসের অনশন অবস্থান
ABP Ananda, Web Desk
Updated at:
16 Apr 2018 09:40 AM (IST)
ফাইল ছবি
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -