কলকাতা: ১৪ জানুয়ারি কলকাতায়  আরএসএসের সভার অনুমতি চেয়ে পেশ হওয়া আবেদনের ব্যাপারে ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশকে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, পুলিশ কমিশনারকে এই নির্দেশ দিয়েছে আদালত। ওই সভায় ভাষণ দিতে আসার কথা সঙ্ঘ  প্রধান মোহন ভাগবতের।


এ ব্যাপারে শার্দুল সিংহ জৈন নামে জনৈক সঙ্ঘ প্রচারক আজ হাইকোর্টে বলেন, ২৯ ডিসেম্বর তাঁদের তরফে সভার অনুমতি চেয়ে আবেদন পেশ করা হয়েছিল। কিন্তু কলকাতা পুলিশ কর্তৃপক্ষ এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি।


১৪ জানুয়ারি কলকাতার খিদিরপুরের ভূকৈলাস রোডে ওই সমাবেশ করার অনুমতি দিতে কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হোক, আবেদন করেন তিনি। আরএসএসের কৌঁসুলি বলেন, কলকাতা পুলিশ এখনও সঙ্ঘের আবেদনের ব্যাপারে পদক্ষেপ না করে মতপ্রকাশের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে। আরএসএসের পক্ষ থেকে বলা হয়, ভূকৈলাশ রোড, নয়তো ব্রিগেড  প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করতেও আপত্তি নেই তাদের।


বিচারপতি জয়মাল্য বাগচি কলকাতা পুলিশ প্রধানকে ২৪ ঘন্টার মধ্যে আইন মোতাবেক আরএসএসের সভা করার আবেদন খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়ে আদালতকে জানাতে বলেন।