কলকাতা:  দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন শহরের বেশ কিছু এলাকা। জমা জলের মধ্যে মধ্য ও দক্ষিণ কলকাতায় যানজট। নাকাল সাধারণ মানুষ।


বঙ্গোপসাগরের ওপর ফের ঘূর্ণাবর্ত।  তার জেরে সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। বেলা বাড়তেই শুরু হয় বৃষ্টি, শুরু জমা জলের দুর্ভোগ।

আজকের বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় বন্দর এলাকা, থিয়েটার রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গাঁধী রোডের একাংশ, সখেরবাজার এবং উত্তর বন্দর থানার সামনের রাস্তা সহ  শহরের বিস্তীর্ণ এলাকায়।

বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে নিউআলিপুর ও হেস্টিংস এলাকাতেও। এদিনের বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় পাতিপুকুর আন্ডারপাসে। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী এবং গাড়ির চালকরা।

লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানায়,

জল জমে থাকায় পার্ক স্ট্রিট, মা ফ্লাইওভার, এজেসি বোস রোড, মৌলালি থেকে মল্লিকবাজার পর্যন্ত রাস্তায় যানজট তৈরি হয়। যানজট কাটাতে কয়েকটি রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। বেহালা-সখেরবাজার এলাকার গাড়িগুলি জেমস লং সরণী দিয়ে, দক্ষিণ কলকাতামুখী গাড়িগুলি ই এম বাইপাস দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।