কলকাতা:  একে টানা বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। সব মিলিয়ে বিপর্যস্ত যোগাযোগ। স্তব্ধ উড়ান, বন্ধ জলপথ। বিপর্যস্ত হাওড়া-শিয়ালদা ট্রেন চলাচল।  সকাল থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল।


সকাল ৯টা নাগাদ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে জনাই ও কামারকুণ্ডু স্টেশনের মাঝে ওভারহেড তারে বাঁশগাছ পড়ে যায়। বন্ধ হয়ে যায় ডাউন লাইন। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় ডাউন পঞ্জাব মেল ও ডাউন কোল্ডফিল্ড এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন। চারটি লোকাল ট্রেন বাতিল করতে হয়।  পৌনে দু’ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলেও বেলার দিকে বৃষ্টি বাড়ায় ফের বিঘ্নিত হয় ট্রেন চলাচল।

এইকই ছবি শিয়ালদাতেও। সকালে বেশ কয়েকটি জায়গায় ওভারহেড তারে গাছ পড়ে যাওয়ায় বাতিল হয় কয়েকটি লোকাল ট্রেন। শিয়ালদা শাখার সব লাইনেই দেরি করে ছাড়ে লোকাল ট্রেন।   অন্যদিকে, ডাউন ট্রেন দেরি করে আসায় সময় পরিবর্তিত হয়,

  • আপ হাওড়া-দেহরাদুন দুন এক্সপ্রেস

  • আপ হাওড়া-গাঁধীনগর গরবা এক্সপ্রেস

  • আপ শিয়ালদা-বারাণসী এক্সপ্রেস এবং

  • আপ শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেসের।


 

সব মিলিয়ে দিনভর দুর্ভোগ চরমে হাজার হাজার ট্রেন যাত্রীর। দুর্যোগে ব্যাহত বিমান পরিষেবাও। অবতরণ করতে না পারায় কলকাতামুখী ২৬টি বিমানের রুটবদল। চূড়ান্ত দুর্ভোগে বিমানযাত্রীরা।রাঁচি, ভুবনেশ্বর, গয়া, গুয়াহাটি এবং বাগডোগরা বিমানবন্দরে নামাতে হয়। বিমানবন্দর সূত্রে খবর, ঝোড়ো হাওয়ার জেরে বিমান অবতরণে সমস্যা হয়েছে।  দুর্ঘটনার আশঙ্কা থেকেই বিমানগুলিকে অবতরণ করতে দেওয়া হয়নি।

এরই মধ্যে কলকাতা বিমানবন্দরের দু’নম্বর এরোব্রিজে ভেঙে পড়ে গ্লাস প্যানেল। যদিও ঘটনায় কেউ আহত হননি।

উত্তাল গঙ্গা, তাই বন্ধ লঞ্চ পরিষেবাও।