কলকাতা: ‘শিক্ষার অধিকার আইন’ বলে, এখন অষ্টম শ্রেণি পর্যন্ত কাউকে আটকে রাখা যায় না। নবমে ওঠার সময় থেকে কার্যকর পাসফেল। মোদী সরকারের শিক্ষানীতির সুপারিশে, পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণিতে ওঠার সময়, পাস ফেল ফেরানোর কথা বলা হয়েছে।
সুপারিশের এই খসড়া দেখে শিক্ষামহলের একাংশের বক্তব্য, এ তো মধ্যপন্থা! পাস ফেল ফেরানো অনিবার্য ধরে নিলে, কেন তা গোড়া থেকেই নয়? খসড়া সুপারিশেও স্বীকার করা হয়েছে, পাসফেল না থাকার ফলে, ক্লাস না করে, পরীক্ষায় শূন্য পেয়েও উত্তীর্ণ হচ্ছে।এ তে পড়ুয়ার সংখ্যা বাড়ছে, স্কুলছুট কমছে, কিন্তু মান বাড়ছে না।
এই বাস্তব উপলব্ধির পরেও, কেন সাহস দেখাতে পারল না সুব্রহ্মণ্যম কমিটি? যেখানে, পাস ফেল ফেরানোর পক্ষে সওয়াল করেছে পশ্চিমবঙ্গ-সহ কুড়িটি রাজ্য। এরই সঙ্গে দশম শ্রেণির পরীক্ষাকে দু’ভাগে ভাঙার কথাও বলা হয়েছে সুপারিশে। রাজ্যে দশম শ্রেণির পাঠ্যক্রমেই এখন মাধ্যমিক পরীক্ষা হয়। সুপারিশে বলা হয়েছে, দশম শ্রেণির পরীক্ষাকে, পার্ট-এ এবং পার্ট-বি - দু’টি ভাগে ভাগ করা হোক। পার্ট-এ স্তরের পরীক্ষাকে সবার জন্য আবশ্যিক করা হোক। এই পরীক্ষা হবে তুলনামূলকভাবে সহজ। আর যারা উচ্চশিক্ষায় যেতে চায়, তাঁদের জন্য দুটি পরীক্ষা। কমিটির এই প্রস্তাবেই তৈরি হয়েছে বিতর্ক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, শুরুতেই দ্বিখণ্ডিত করা ঠিক নয়।
মধ্যমেধার পড়ুয়াদের জন্য পরীক্ষাকে ভাঙার সিদ্ধান্ত বলে জানিয়েছে সুপারিশ। তা সত্ত্বেও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যের সঙ্গে এই ভাবনা কতটা সঙ্গতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা।কমিটির সুপারিশে দশম ও দ্বাদশ শ্রেণিতে অভিন্ন সমমানের জাতীয় পরীক্ষার কথা বলা হয়েছে। যা নিয়েও শিক্ষামহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
যদিও এ নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দ্বিখণ্ডিত মাধ্যমিক ও অভিন্ন পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও গৃহশিক্ষকতা নির্ভরতা কমানোর দাওয়াই হিসেবে, সিলেবাসের চাপ কমানোর কথাও বলা হয়েছে। এমনিতেই, প্রাইভেট টিউশন নেওয়ায় দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। সম্প্রতি পরিসংখ্যান এবং পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কিন্তু স্রেফ সিলেবাসের ভার কমিয়ে এই টিউশন-রোগ নির্মূল করা যাবে কিনা, তা নিয়েও ধন্দ তৈরি হয়েছে।
দশম শ্রেণির পরীক্ষাকে দুভাগে ভাঙা হোক, কেন্দ্রীয় শিক্ষানীতির সুপারিশ ঘিরে বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2016 02:44 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -