আবীর দত্ত, কলকাতা : গড়িয়াহাট থানার গড়চা রোডে বৃদ্ধা খুনের ঘটনার ৭৯ দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ। বৃদ্ধার পুত্রবধূ ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগে চার্জশিট পেশ। চার্জশিটে বড় নাতনির নামও রয়েছে। মৃতার বড় নাতনির বয়স ১৭ হলেও সে শারীরিক ও মানসিকভাবে প্রাপ্তবয়স্ক বলে চার্জশিটে দাবি করা হয়েছে।
২০১৯ এর ১২ ডিসেম্বর গড়িয়াহাটের গড়চা রোডের বাড়িতে নৃশংসভাবে খুন হন ঊর্মিলা ঝুণ্ড। বৃদ্ধাকে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করে মৃতার বড় বউমা ডিম্পল ঝুণ্ড ও তাঁর প্রেমিক সৌরভ পুরীকে। গ্রেফতার করা হয় ডিম্পলের বড় মেয়েকেও। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই পরিকল্পনা করে খুন বলে দাবি পুলিশের। গড়িয়াহাট থানার পাশাপাশি মামলার তদন্ত করে লালবাজারের হোমিসাইড শাখাও।
পুলিশ সূত্রে দাবি, খুনের ৭৯ দিনের মাথায় দেওয়া হল চার্জশিট। ডিম্পল ও সৌরভের বিরুদ্ধে খুনের অভিযোগে আলিপুর কোর্টে চার্জশিট দেওয়া হয়েছে। ডিম্পলের বড় মেয়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হল জুভেনাইল জাস্টিস বোর্ডে। তবে চার্জশিটে দাবি করা হয়েছে, বয়স ১৭ হলেও ডিম্পলের বড় মেয়ে শারীরিক ও মানসিকভাবে প্রাপ্তবয়স্ক। তদন্তকারীদের আশা, নির্ধারিত ৯০ দিনের আগেই চার্জশিট পেশ করায় বিচারপ্রক্রিয়াও দ্রুত শুরু হবে।
স্থানীয় সূত্রে দাবি, ঝুণ্ড পরিবারের ব্যবসা বড় ছেলের মৃত্যুর পর দেখতেন ঊর্মিলা ঝুণ্ডের ছোট ছেলে। ডিম্পলের দাবি ছিল, সম্পত্তি ভাগাভাগি করা হোক। তাতে রাজি ছিলেন না বৃদ্ধা। তার জেরেই তাঁকে খুন হতে হয় বলে অভিযোগ।
গড়চায় বৃদ্ধা খুনে ৭৯ দিনে চার্জশিট, ১৭ বছরের নাতনিকে শারীরিক ও মানসিকভাবে প্রাপ্তবয়স্ক বলে দাবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Feb 2020 07:37 PM (IST)
সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই পরিকল্পনা করে খুন বলে দাবি পুলিশের।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -