কলকাতা: করোনা আক্রান্ত দক্ষিণ ২৪ পরগনার এক তৃণমূল বিধায়ক। সূত্রের খবর ওই তৃণমূল বিধায়ক দক্ষিণ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা। করোনা পরীক্ষার পর ওই বিধায়কের রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে কোয়ারেন্টিন করা হয়েছে। ওই বিধায়ক ভর্তি ছিলেন উডল্যান্ডস্ হাসপাতালে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর, তাঁকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে। এক স্থানীয়র কথায়, গত সপ্তাহে গভীর রাতে স্বাস্থ্য দফতরের লোক এসে তাঁকে তুলে নিয়ে যান। হাসপাতাল সূত্রের খবর, ওই বিধায়ক এখন স্থিতিশীল।


কালীঘাট সংলগ্ন ওই বিধায়কের ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। সেখানে রয়েছে সর্বক্ষণের পুলিশি প্রহরাও।


নবান্ন-র তরফে জানানো হয়েছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯৩। মোট আক্রান্তের সংখ্যা ৪০০৯। এখনও পর্যন্ত করোনায় রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২১১ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। মঙ্গলবার সাংবাদিক সন্মেলন করে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত রাজ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৪৮৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ জন।


আক্রান্ত ও মৃতের নিরিখে দেশের মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি সবথেকে ভয়াবহ। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৯২ জনের। মোট আক্রান্ত ৫৪ হাজার ৭৫৮। দেশে মোট আক্রান্তের এক-তৃতীয়াংশেরও বেশি মহারাষ্ট্রেই। গুজরাতে মৃত বেড়ে ৯১৫। আক্রান্ত ১৪ হাজার ৮২১। মধ্যপ্রদেশে মৃত্যু ৩০৫ জনের। আক্রান্ত ৭ হাজার ২৪। দিল্লিতে মৃত ২৮৮। আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৪৬৫। রাজস্থানে মৃতের সংখ্যা ১৭০। আক্রান্ত ৭ হাজার ৫৩৬।


এই মুহূর্তে দেশে করেনায় মৃত বেড়ে ৪ হাজার ৩৩৭। একদিনে মৃতের সংখ্যা বাড়লেও, সামান্য কমেছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় মৃত ১৭০, নতুন সংক্রমিত ৬ হাজার ৩৮৭। গোটা দেশে আক্রান্ত বেড়ে ১ লক্ষ ৫১ হাজার ৭৬৭। সংক্রমণ-মুক্ত ৬৪ হাজার ৪২৬ জন।