কলকাতা: এবার ভারতীয় জাদুঘরে করোনার থাবা। করোনা আক্রান্ত সিআইএসএফ আধিকারিকের মৃত্যু। গতকাল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ওই পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা ওই আধিকারিকের। কলকাতা জাদুঘরে কর্মরত ছিলেন ওই ব্যক্তি। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার ছিলেন ওই ব্যক্তি। এর জেরে ব্যারাকে থাকা ৩৩ জন সিআইএসএফ আধিকারিককে পাঠানো হল কোয়ারেন্টিনে। ই-মেল করে জাদুঘরে সমস্ত কর্মীকে কাজে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। শুরু হয়েছে জাদুঘর ও সংলগ্ন ব্যারাক জীবাণুমুক্ত করার কাজ। এনিয়ে দেশে করোনা আক্রান্ত দুই সিআইএসএফ জওয়ানের মৃত্যু হল। বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে কর্মরত সিআইএসএফের হেড কনস্টেবলের মৃত্যু হয়।


করোনার থাবা বেহালা ও ঠাকুরপুকুরের দুটি হাসপাতালেও। বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের দুটি বিভাগে রোগী ভর্তি বন্ধ। এই হাসপাতালে ভর্তি এক রোগীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায়, মহিলাদের শল্য বিভাগ ও শিশু বিভাগে রোগী ভর্তি বন্ধ করা হয়েছে। পাশাপাশি, ঠাকুরপুকুরের  বেসরকারি বিএমআরআই হাসপাতালেও রোগী ভর্তি বন্ধ। এক রোগী করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালের চিকিত্সক-নার্স সহ ১০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। হাসপাতাল জীবাণুমুক্ত করতে আপাতত রোগী ভর্তি বন্ধ।