কলকাতা: করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলায় কলকাতা সহ রাজ্যে শুরু লকডাউন। এদিন বিকেল পাঁচটা থেকে শুরু হল রাজ্যে লকডাউন।লকডাউন চলবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত।কলকাতা-সহ রাজ্যের সব পুর এলাকা লকডাউনের আওতায়।কেউ লকডাউন অমান্য করলে হতে পারে ৬ মাসের জেল। লকডাউন অমান্যে হতে পারে ১০০০ টাকা জরিমানাও। শহরের কোনও কোনও জায়গায় পাঁচটায় লকডাউন শুরুর পরও বন্ধ হয়নি দোকানপাট, রাস্তায় চলছে গাড়ি। রাস্তায় সাধারণ মানুষ।দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানাল পুলিশ। পুলিশের তরফে মাইকে প্রচারও চালানো হয়।
নির্ধারিত সময়ের কিছুক্ষণের মধ্যেই গড়িয়াহাট সহ শহরের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। দোকানপাট বন্ধ হয়ে যায়। লোকজনও হাতেগোনা। গাড়ি চলাচলও হাতেগোনা। তবে কোথাও কোথাও এর ব্যতিক্রম দেখা গিয়েছে। রাস্তায় দেখা গিয়েছে বাস, দোকান খোলা। পুলিশ দ্রুত অত্যাবশ্যক পণ্যের দোকান নয়, এমন দোকানগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছে। ধর্মতলাতেও বাসের সংখ্যা কমে গিয়েছে। কিন্তু এমন অনেকেই রয়েছেন, যাঁরা এখনও গন্তব্যে পৌঁছতে পারেননি।
কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেছেন, ‘সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্যে বিধিনিষেধ শুরু হয়েছে।বিকেল ৫ থেকে শুরু হয়েছে বিধিনিষেধ।সবাই আইন মেনে চলুন।অপ্রয়োজনে ঘর থেকে বেরোবেন না।নির্দেশ না মানলে আইনি অনুযায়ী ব্যবস্থা। সাধারণের সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।অপ্রয়োজনীয় যাতায়াত রুখতে নাকা চেকিং।মজুতদারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।এলাকায় তল্লাশি চালাচ্ছেন ওসি এবং ডিসি-রা। পুলিশ কমিশনার বলেছেন, ‘সাধারণ মানুষ এই বিধিনিষেধ মেনে চলুন। যদি কোনও তথ্য জানাতে চান, তাহলে ১০০ ডায়াল করুন।