কলকাতা ও পটনা: শুল্ক দফতরে বড়সড় দুর্নীতির অভিযোগ! শিকড়সন্ধানে একযোগে কলকাতা ও বিহারের ১০টি জায়গায় তল্লাশি চালাল সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা।
সিবিআই সূত্রে দাবি, সম্প্রতি তারা জানতে পারে, শুল্ক দফতর যে সব দামি জিনিসপত্র বাজেয়াপ্ত করে, সেগুলি পাচার করে দেওয়া হচ্ছে। এই চক্রে সামিল দফতরের আধিকারিক ও কর্মীদের একাংশ। ১০০ কোটি টাকার জিনিস পাচার হয়ে গিয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে, মঙ্গলবার শুল্ক দফতরের ডেপুটি কমিশনার নভনীত কুমারের বিরাটির বাড়িতে যান তদন্তকারীরা। এর পাশাপাশি উত্তর কলকাতায় শুল্ক দফতরের কয়েকজন আধিকারিক ও এজেন্টের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই।
১০০ কোটির দুর্নীতি: শুল্ক দফতরের ডেপুটি কমিশনারের কলকাতার বাড়িতে তল্লাশি সিবিআইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2017 12:35 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -