কলকাতা: শনিবার রাতে কালীঘাটে দম্পতির ওপর হামলা। যার বিরুদ্ধে হামলার অভিযোগ, রবিবার সকালে হাওড়ার গেস্ট হাউস থেকে সেই অভিযুক্তেরই দেহ উদ্ধার!
ঘটনার সূত্রপাত, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ। কালীঘাটের ফ্ল্যাটে স্ত্রী ও মেয়েকে নিয়ে ছিলেন ৫২ বছরের নরেন্দ্র জৈন। পুলিশ সূত্রে খবর, ওইদিন নরেন্দ্রর ফ্ল্যাটে আসে তাঁরই দূর সম্পর্কের আত্মীয় রোশনলাল বরদাই। রোশনলালের সঙ্গে দীপক সিংহ নামে আরও এক ব্যক্তি ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
অতিথি আপ্যায়নে কোনও ত্রুটি রাখেনি জৈন পরিবার। তাদের দাবি, কথাবার্তার মধ্যে হঠাৎই নরেন্দ্রর বাগান দেখতে চেয়ে ছাদে যাওয়ার আব্দার করে রোশনলাল। এরপর, রোশনলাল ও তার সঙ্গী দীপককে নিয়ে ছাদে যান নরেন্দ্র। অভিযোগ, ছাদে উঠেই ব্যাগ থেকে চপার বের করে নরেন্দ্রকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে রোশনলাল ও দীপক।
চিৎকার শুনে ছাদে গেলে নরেন্দ্রর স্ত্রী সরলা জৈনকেও কোপানো হয়। চপারের ঘায়ে মহিলার কব্জি থেকে হাত কেটে পড়ে যায়। কোনও মতে পালিয়ে কালীঘাট থানায় খবর দেন আক্রান্ত দম্পতির মেয়ে। ততক্ষণে চম্পট দিয়েছে রোশনলাল ও দীপক। আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় দম্পতিকে।
রাতের এই ঘটনা চাঞ্চল্যকর মোড় নেয় সকালে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে জানা যায়, গোলাবাড়ি এলাকায় রয়েছে তারা। শুরু হয় তল্লাশি। সকালে গোলাবাড়ির একটি লজে মেলে রোশনলালের দেহ! প্রথমে পুলিশ বুঝতে পারেনি যে এই রোশনলালই কালীঘাটের ঘটনায় অভিযুক্ত। হাতে ক্ষত চিহ্ন দেখে রাজ্যের সব থানাকে জানানো হয়। সেখান থেকে কালীঘাটের বিষয়টি সামনে আসে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর শনিবার রাতে, গোলাবাড়ির এই লজে ওঠে রোশনলাল বরদাই ও দীপক সিংহ। নিজের আধার কার্ড দেখিয়ে লজের ঘর বুক করেছিল বাঙুরের বাসিন্দা রোশনলাল।
পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, রোশনলালের পাকস্থলীতে মিলেছে বিষ। এবং বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
লজ থেকে একটি বিষের শিশি মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। যা দেখে তদন্তকারীদের অনুমান, কালীঘাটে আত্মীয় দম্পতির ওপর হামলার পর গোলাবাড়ির লজে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন রোশনলাল।
ঘটনার পর থেকেই উধাও দীপক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাঙুরের একটি ভাড়া বাড়িতে থাকতেন রোশনলাল। ঘটনার পর থেকে উধাও তাঁর পরিবারের সদস্যরাও। এক প্রতিবেশী জানান, রোশনলালের স্ত্রী শনিবার রাত ১১টার সময় বাড়ি থেকে বেরিয়ে যান।