কলকাতা: মৃত রোগীর পরিবারের আত্মীয়দের নামে অবিলম্বে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৫০ হাজার টাকা ফিক্সড ডিপোজিটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মৃত্যুর পর রোগীর দেহ ১৬ ঘণ্টা আটকে রাখার জেরে মুকুন্দপুরের হাসপাতালটিকে হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। জুলাই মাসে হরিপদ মোহান্তি নামে এক ব্যক্তি ওই হাসপাতালে মারা যান। তাঁর দেহ হাসপাতালে ১৬ ঘণ্টা দেহ আটকে রাখার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে মৃতের আত্মীয়রা স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। স্বাস্থ্য কমিশন হাসপাতালের ৫০ হাজার টাকা জরিমানা করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু বিচারপতি দেবাংশু বসাক হাসপাতালের দাবি খারিজ করে দিয়ে মৃতের আত্মীয়দের নামে ৫০ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ৪ সপ্তাহের মধ্যে এ ব্যাপারে হলফনামা জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।