কলকাতা: বাড়ছে না মনোনয়নের সময়সীমা। আদালতে কংগ্রেস-বিজেপির আর্জি খারিজ। দুই মামলাতেই হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট। এমনকি নির্বাচনী প্রক্রিয়াতেও আদালত হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে। বিজেপির মামলার প্রেক্ষিতে জানাল হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশন আদালতের নির্দেশানুসারেই কাজ করেছে, কংগ্রেসের দায়ের করা মামলায় মন্তব্য বিচারপতির।
পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ ফের হাইকোর্টের দ্বারস্থ হয় বাম-কংগ্রেস-পিডিএস। মনোনয়ন বিজ্ঞপ্তি ঘিরেও ধোঁয়াশা রয়েছে বলে বিরোধীরা অভিযোগ তোলে। ফের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপিও।
সকাল সাড়ে ১০টায় বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে পঞ্চায়েত মামলার শুনানি শুরু হয়। স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের জন্য আদালতে অনুরোধ জানান সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। আদালতে নির্বাচন কমিশন জানায়, গতকাল জেলা পরিষদে ২৬৭টি, পঞ্চায়েত সমিতিতে ১৩৩৭টি এবং গ্রাম পঞ্চায়েত আসনে ৪০৯৭টি মনোনয়ন জমা পড়েছে।
পাশাপাশি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনোনয়ন জমা নিতে বলে আদালত বিরোধীদের অন লাইনে মনোনয়ন জমা দেওয়ার দাবিকেই মান্যতা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
পঞ্চায়েত: বাড়ছে না মনোনয়নের সময়সীমা, কং-বিজেপির আর্জি খারিজ, নির্বাচনী প্রক্রিয়াতেও হস্তক্ষেপে করবে না আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Apr 2018 02:06 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -