দমদমে সভা চলাকালে সিপিএম প্রার্থীর ওপর হামলা, গালিগালাজ, ইট ছোঁড়ার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2016 04:00 PM (IST)
দমদম: উত্তর দমদম কেন্দ্রে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ সন্ধেবেলায় কালচারাল মোড়ের কাছে মিলনী সঙ্ঘ ক্লাবের মাঠে নির্বাচনী সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সমর্থনে সভা ছিল। অভিযোগ, স্থানীয় তৃণমূল সমর্থক আচমকাই সেখানে হাজির হয়ে সিপিএম নেতাদের গালিগালাজ করতে শুরু করেন। মঞ্চের দিকে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ।