দুঃস্বপ্নে দুষ্টুগ্রহ হয়ে দেখা দিচ্ছে সিপিএম, দাবি মদনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 May 2016 04:51 PM (IST)
কলকাতা: ভোট শেষের পরও অব্যাহত শাসকের শাসানি! ফের প্রচ্ছন্ন হুমকির সুর জেলবন্দি তৃণমূল নেতা মদন মিত্রের গলায়! কামারহাটির তৃণমূল প্রার্থী বলেন, বদলা নয় বদল চাই। দিদিকে বলব, বদলটা এবার রবীন্দ্রসঙ্গীত নয়, ভোজপুরী হোক। বিরোধীদের অভিযোগ, হার নিশ্চিত বুঝেই হুমকি দিচ্ছেন মদন মিত্র। তবে এই প্রথম নয়! এর আগে সরাসরি নির্বাচন কমিশনকেও আক্রমণ করতে দেখা গিয়েছে প্রাক্তন মন্ত্রীকে। প্রছন্ন হুমকির পাশাপাশি এদিন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল প্রার্থীর মুখে শোনা যায় এক আজব দুঃস্বপ্নের কথাও! এদিন মদনের দাবি, তাঁর দুঃস্বপ্নে দুষ্টুগ্রহ হয়ে দেখা দিচ্ছে সিপিএম! বিরোধীদের প্রশ্ন, তবে কি ঘুরিয়ে মদন স্বীকার করে নিলেন যে সিপিএমের কাছে হারের ভয় পাচ্ছেন তিনি?