কলকাতা: কংগ্রেসের প্রস্তাব সত্ত্বেও, সীতারাম ইয়েচুরিকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় প্রার্থী হতে দিলেন না কারাটপন্থীরা। আর এ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিলেন সিপিএম নেতা গৌতম দেব।
পশ্চিমবঙ্গ থেকে সীতারাম ইয়েচুরিকে প্রার্থী না করার দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে কটাক্ষ করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য। বলেন, এদের মাথা থেকে কেরা বের না করলে হবে না। নাম না করে একহাত নিলেন প্রকাশ কারাটদেরও। বলেন, আমি বুঝতে পারি না। ইয়েচুরিকে হিংসা করে না কি? ও দেশজুড়ে একটা গ্রহণযোগ্য মুখ হয়ে উঠছিল বলেই কি এটা করল?
কংগ্রেস সূত্রের খবর, রাহুল গাঁধী শুরু থেকে চেয়েছিলেন, পশ্চিমবঙ্গ থেকে ফের একবার সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় প্রার্থী করুক সিপিএম, তাহলে কংগ্রেস তাঁকে সমর্থন করবে। কিন্তু, সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে কারাটপন্থীদের বাধায় তা খারিজ হয়ে যায়! এই সিদ্ধান্তের জেরেই ফের একবার কংগ্রেসের কাছাকাছি তৃণমূল। আর সিপিএম-কংগ্রেস সম্পর্কে ফাটল!
ইয়েচুরিকে রাজ্যসভা ভোটে প্রার্থী না করার সিদ্ধান্তকে বড়সড় ভুল বলেই মনে করছেন গৌতম দেব। আর তা বোঝাতেই তিনি টেনে এনেছেন জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না হতে দেওয়ার কারাটদের সেই পুরনো সিদ্ধান্তের কথা! বলেন, এরা জ্যোতি বসুকেও প্রধানমন্ত্রী হতে দেয়নি। জ্যোতি বাবু ব্লান্ডার বলেছিলেন। ফের ভুল করল। গৌতমের পাল্টা প্রশ্ন, তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস প্রার্থী মীরা কুমারকে সমর্থন করলাম কেন?
বাংলায় সিপিএম এখন দুর্বল। কেরলে ক্ষমতায়। তাই কি নীতি নির্ধারণে আর বাংলার পার্টির মতামতকে গুরুত্ব দিচ্ছেন না কারাটরা? গৌতম দেব বলেন, এত বছর ধরে বাংলায় দলকে ক্ষমতায় রাখল। পার্টিকে বাঁচিয়ে রাখল। আজ তাদের কতা শুনছে না। বাঙালির নিজস্ব সেন্টিমেন্ট আছে।
২০০৮-এ ইউপিএ সরকার থেকে প্রকাশ কারাটদের সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত তৃণমূলকে কংগ্রেসের কাছে এনে দিয়েছিল। তারপর কংগ্রেসের সঙ্গে জোট বেধেই রাজ্য থেকে সিপিএম সরকারকে উৎখাত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও কি কারাটরা সেই একই ভুল করলেন? প্রশ্ন রাজনৈতিক মহলে।
‘ইয়েচুরিকে হিংসা করে না কি?’, কারাট শিবিরকে একহাত গৌতম দেবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jul 2017 07:52 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -