যাদবপুর স্টেশনে রেল লাইনে ফাটল, স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনা এড়াল লোকাল ট্রেন, ব্যাহত পরিষেবা
ABP Ananda, web desk | 04 Feb 2017 10:11 AM (IST)
কলকাতা: যাদবপুর স্টেশনে রেললাইনে ফাটল। স্থানীয়দের তত্পরতায় দুর্ঘটনা এড়াল ডায়মন্ডহারবার লোকাল। সকাল সোয়া ৮টা নাগাদ যাদবপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন আপ লাইনে ফাটল দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। সেসময় ওই লাইনেই আসছিল ডায়মন্ডহারবার লোকাল। কোনওক্রমে ট্রেনটিকে দাঁড় করান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা। মেরামতির কাজ শুরু হয়। এর জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়।