কলকাতা: ন্যূনতম হাজিরা নেই, তবুও বসতে দিতে হবে পরীক্ষায়। নয়তো চলবে অনির্দিষ্টকালের অবস্থান। ফের অন্যায় আব্দার নিয়ে অবস্থান বিক্ষোভে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়েই রয়েছেন উপাচার্য ও সহ-উপাচার্য।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, নিয়মানুযায়ী পরীক্ষায় বসার জন্য ৬৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। ন্যূনতম ৫৫ শতাংশ হাজিরা থাকলেও জরিমানা দিয়ে পরীক্ষায় বসা সম্ভব। কিন্তু বাংলা বিভাগের প্রথম ও তৃতীয় সেমিস্টারের ৭৮ জন পড়ুয়ার নূন্যতম হাজিরাও নেই। তাই হাজিরা ছাড়ের দাবিতে গতকাল বিকেল থেকে আন্দোলনে বসেছেন তাঁরা।
ন্যূনতম হাজিরা ছাড়াই পরীক্ষায় বসার আব্দার, না মানলে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ, হুমকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Feb 2018 12:50 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -