কলকাতা: সারা দেশজুড়ে যখন নোটের আকাল, তখন শহর থেকে জেলা, দিকে দিকে উদ্ধার বাতিল পাঁচশো-হাজারের নোট! গ্রেফতার ৬। কলকাতায় মিলল বস্তাভর্তি বাতিল ছেঁড়া নোট।
নকশালবাড়িতে উদ্ধার হয়েছে ৯০ লক্ষ টাকার বাতিল পাঁচশো ও হাজারের নোট। শনিবার বিকেলে গাড়িতে করে যাচ্ছিলেন নির্মল অগ্রবাল নামে এক ব্যবসায়ী।



সেসময় গাড়ি থামিয়ে তল্লাশি চলছিল। আটকানো হয় ব্যবসায়ীর গাড়িও। বিলাসবহুল গাড়ির ডিকি থেকে থেকে উদ্ধার হয় বাতিল পাঁচশো-হাজারের ৯০ লক্ষ টাকার নোট! কোথা থেকে এল এত টাকা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? উত্তর না পাওয়ায় গ্রেফতার করা হয় ব্যবসায়ী ও তাঁর গাড়ি চালককে।



উত্তর দিনাজপুরের ইটাহারেও উদ্ধার হয়েছে বাতিল পাঁচশো-হাজারের ১ কোটি ৬০ লক্ষ টাকা। শনিবার রাতে ইটাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চলছিল। সে সময় একটি গাড়ির ডিকিতে মেলে ১ কোটি ৬০ লক্ষ টাকা। সবকটিই বাতিল পাঁচশো-হাজারের নোট। গাড়ি চালক-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।



জেলার পাশাপাশি একছবি কলকাতাতেও। দক্ষিণ কলকাতার গলফ ক্লাব রোডে জঞ্জাল থেকে দু’বস্তা ছেঁড়া ৫০০ ও হাজার টাকার বাতিল নোট উদ্ধার হয়। নোট তুলতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের একাংশের মধ্যে। নোটগুলি উদ্ধার করেছে পুলিশ। কোথা থেকে এল এত নোট? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এসবের মধ্যেই বাতিল নোটের কালোবাজারির অভিযোগে বর্ধমানের রায়নায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, পুরনো ৫০০-র নোটের বদলে ৪০০ টাকা দেওয়া হচ্ছিল। পুরনো ও নতুন নোট মিলিয়ে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৭০০ টাকা।