কলকাতা: ঝাড়খণ্ডে তৈরি ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

সকাল থেকেই মেঘে মুখ ঢেকেছিল আকাশ, সঙ্গে ঠান্ডা হাওয়া। তারপর হঠাৎ এসে ভাসিয়ে দেওয়া চারপাশ। বৃহস্পতিবারও সকাল সকাল ভিজল কলকাতা।

আবহাওয়ার এই খামখেয়ালিপনায় এখন যেন ঋতুও এলোমেলো। কিন্তু, বসন্তে বৃষ্টি কেন? হাওয়া অফিস বলছে,

ঝাড়খণ্ডের ওপর আগে থেকেই তৈরি ছিল ঘূর্ণাবর্ত। এখনই যা আরও শক্তিশালী হয়েছে। তাই একদিকে যেমন তাপমাত্রা কমেছে, তেমই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বভাস,  শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। কখনও হালকা, কখনও মাঝারি।

এবার তেমন শীত পাইনি কলকাতা। ফেব্রুয়ারি থেকেই ঊর্ধ্বমুখী পারদ। এই পরিস্থিতিতে বসন্তের শুরুতেই দাপট দেখাতে শুরু করেছে সূয্যি মামা। তার মাঝেই মেঘ না চাইতে জল। আর বৃষ্টি মানেই ধীর গতিতে যান চলাচল।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। ততদিন বসন্তে বৃষ্টি-বিলাস চলবে।