কলকাতা:  উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের উপর ঘূর্ণাবর্ত। সকাল থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। কোচবিহার, আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের পূর্বাভাস।


দিনভর মেঘলা আকাশ৷ সঙ্গে দফায় দফায় বৃষ্টি৷ আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতা সহ পাশ্ববর্তী জেলাগুলিতে এভাবেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার পাশাপাশি এদিন বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,

উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি, রাজ্যের উপর সক্রিয় মৌসুমী বায়ু। এই দুয়ের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে।

পূর্বভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি শুক্রবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে  জানিয়েছেন আবহবিদরা।