ভরসন্ধেয় ডাকাতি বাগুইআটিতে, লুঠ ২০ ভরি সোনার গয়না
ABP Ananda, Web Desk | 26 Mar 2018 09:14 AM (IST)
কলকাতা: ভরসন্ধেয় ভিড়ে ঠাসা পাড়ার মধ্যে থেকে ডাকাতি হয়ে গেল বাগুইআটিতে। বাগুইআটি থানা থেকে মাত্র ১ কিলোমিটার দূরে দেশবন্ধুনগরের একটি বাড়িতে ঢুকে গৃহবধূকে ধারালো অস্ত্র দেখিয়ে ডাকাতি করেছে ৩ যুবক। ২০ ভরি সোনার গয়না তারা লুঠ করেছে বলে অভিযোগ। অভিযোগকারিণী বলেছেন, গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ কলিং বেলের আওয়াজ শুনে দরজা খোলেন তিনি। এরপরই তাঁকে ধাক্কা মেরে তিন যুবক ঘরে ঢুকে যায়। প্রত্যেকের মাথায় হেলমেট ও হাতে গ্লাভস ছিল। তারা বাংলায় কথা বলছিল। অভিযোগ, ওই মহিলাকে মারধর করে একটি ঘরে আটকে রাখে দুষ্কৃতীরা। বাধা দিলে তাঁকে কুপিয়ে খুনের হুমকি দেওয়া হয়। এক দুষ্কৃতী নীচে পাহারায় থাকে, বাকিরা উঠে যায় দোতলায়। আলমারি থেকে ২০ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। এই ঘটনায় পরিচিত কারও জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, রবিবার ছুটির দিন হওয়া সত্বেও ওই গৃহবধূ যে বাড়িতে একাই ছিলেন, দুষ্কৃতীরা তা জানত। তিন যুবক হেলমেট পরে থাকায়, সন্দেহ আরও দানা বেঁধেছে। এলাকার একাধিক দোকানের সামনে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।