মেষ অতিরিক্ত কাজের চাপে মনে বিরক্তির উদয়। ব্যবসায় আশাতিরিক্ত লাভের সম্ভাবনা। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ। ভাল কাজের প্রতিদান হিসেবে অপমানিত হতে পারেন।   বৃষ বাড়িতে অনেক অতিথির আগমনে খরচের চাপ বাড়তে পারে। কাজের সূত্রে বিদেশ যাত্রার যোগ। সমাজে ভাল লোকের থেকে সম্মান লাভ। স্ত্রীর সঙ্গে বিবাদে যাবেন না।   মিথুন বাড়িতে আলোচনার কেন্দ্রে থাকবে আপনার অতিরিক্ত ব্যয়। প্রেমের দিকে নিঃসঙ্গ সময় কাটাতে হবে। ব্যবসা নিয়ে মানসিক উদ্বেগ বাড়তে পারে। বয়সে ছোটদের সঙ্গে ঝামেলার সম্ভাবনা।   কর্কট মায়ের দিক ঠিক রাখতে গিয়ে স্ত্রীর কথায় মনের কষ্ট বাড়তে পারে। পথে ঘাটে ধীরে চলুন, রক্তপাতের যোগ দেখা যাচ্ছে। ব্যবসার কোনও পাওনা টাকা আদায় হতে পারে। কিছু প্রাপ্তি যোগ আছে।   সিংহ আজ মাদক জাতীয় নেশার আকর্ষণ বাড়তে পারে, খুব সাবধান হন। যাঁরা চাকরি করেন তাঁদের কর্মস্থলে সম্মান বৃদ্ধি, উৎসাহের সঙ্গে যে কাজ করবেন তাতে সাফল্য পাবেন। হজমের গণ্ডগোল হতে পারে।   কন্যা আজ কোনও শত্রুর সঙ্গে অশান্তির সম্ভাবনা। চিত্রশিল্পীদের প্রতিভার বিকাশ ও আয় বৃদ্ধি। আজ কোনও ভ্রমণের উদ্যোগ নেবেন না। গুরুজনের সঙ্গে বিবাদ।   তুলা সকাল থেকে ভালমন্দ মিলিয়ে দিন কাটতে পারে। কোনও গুরুর সহায়তায় আধ্যাত্মিক উন্নতি। সকলকে নিয়ে ভ্রমণে যাওয়ার জন্য ভাল দিন। শ্রম দক্ষতা থাকা সত্ত্বেও কর্মে অবনতি।   বৃশ্চিক ব্যবসার দিকে বেশি টাকা লাগাবেন না। খারাপ কিছু হতে পারে। পরিবারে নিজেকে না বোঝাতে পারার জন্য মানসিক কষ্ট বাড়বে। সন্তানের ব্যপারে কোনও শুভ ফল আশা করা যায়। বাড়িতে কোনও শুভ কিছুর আয়োজন।   ধনু আজ কোনও উন্নতির জন্য রাস্তা খুলতে পারে। মা বাবাকে নিয়ে চিন্তা বাড়তে পারে। রাস্তায় কোনও লোকের জন্য ব্যস্ত হতে হবে। পুরনো কোনও রোগ বাড়তে পারে।ফাটকা লাভের আশা।   মকর কাটাছেঁড়ার কারণে রক্তপাত। প্রেমে নতুন পথের সন্ধান। কর্মস্থলে মহিলা সংক্রান্ত কারণে অশান্তি। পরের উপকার করতে গিয়ে অপবাদ। ব্যবসার জন্য নতুন কিছু চিন্তা ভাবনা।   কুম্ভ প্রেম প্রণয়ে বদনাম আসতে পারে। বাড়িতে চুরির ব্যপারে সতর্ক হন। ব্যবসাতে আয় ও সঞ্চয় বাড়তে পারে । প্রতিবেশীর সঙ্গে বেশি কথায় যাবেন না। নিম্ন অঙ্গে ব্যথা।   মীন কোনও গুরুজনের সাহায্যে বিপদ থেকে মুক্তি। পড়াশোনাতে উৎসাহ বাড়তে পারে। কোনও বাজে কাজে আজ নিযুক্ত হতে পারেন। প্রিয়জনের কাছ থেকে আঘাত। মুখমণ্ডলে কোনও রোগ বাড়তে পারে।