মেষ
বাড়িতে কোনও প্রকার ভাল সংবাদ আসতে পারে। শরীরের যন্ত্রণাতে সারা দিন কষ্ট। পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার জন্য আলোচনা। পশু থেকে সাবধান। বাবার সঙ্গে বিবাদ।
বৃষ
প্রিয়জনের সঙ্গে বিবাদের জন্য মনের কষ্ট বাড়তে পারে। বিবাহিত জীবন খুব আনন্দের ভিতর দিয়ে যাবে। মনের অস্থিরতার জন্য ব্যবসার জায়গায় বিঘ্ন ঘটতে পারে। রক্তচাপ বৃদ্ধি।
মিথুন
স্ত্রীর কাছে অপমানের যোগ। অর্থ ভাগ্য ভাল বলা চলে, সঞ্চয় বাড়তে পারে। সন্তানের জন্য মনের আনন্দ বাড়তে পারে। কর্মস্থানে দায়িত্ব বাড়াতে মানসিক চাপ বৃদ্ধি।
কর্কট
কোনও কারণে আজ সুনাম নষ্ট হতে পারে। শত্রুর জন্য পড়াশোনাতে ক্ষতি। আজ কোনও শোকের সংবাদ বাড়িতে আসতে পারে। সম্পত্তি নিয়ে পাড়ার লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে।
সিংহ
সকাল থেকে ভাল মন্দ মিলিয়ে দিনটি কাটবে। প্রেমে বাজে কথা বলার জন্য মনে গ্লানি বাড়তে পারে। সাহিত্যিকদের জন্য সুনাম বৃদ্ধি। ব্যবসার জন্য চিন্তা বাড়তে পারে।
কন্যা
মহিলার প্রতি দুর্বলতার জন্য বদনাম বাড়তে পারে। নতুন কোনও বন্ধু বাড়তে পারে। মনের আশা পুরণের ভাল সময়। আজ কথা দিয়ে কথা রাখতে পারবেন না। পূজা পাঠে মন থাকবে।
তুলা
অপরের প্ররোচনাতে সংসারে অশান্তি বাড়তে পারে। ব্যবসার জন্য চিন্তা বাড়তে পারে। অর্থের ব্যপারে আজ আনন্দ বাড়বে। গুরুজনের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে। কর্ম ভাল।
বৃশ্চিক
মনের ভিতর একটা উদ্বেগ থাকার জন্য কর্মে সময় নষ্ট। ছোট ব্যাপার নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসায় প্রভাব বাড়তে পারে। বহু পরিশ্রমের ফল কম পাওযার জন্য মনোকষ্ট।
ধনু
আজ মনে কুটিল ভাব থাকার জন্য বন্ধুবিচ্ছেদ। ব্যবসায় বা অন্য কোনও কর্মে শ্রীবৃদ্ধি। সন্তানের ভাল কাজের জন্য মনের সুখ বৃদ্ধি। সঙ্গীত চর্চায় সাফল্য অর্জন হতে পারে।
মকর
ভাল ব্যবহারের জন্য লোকের কাছে সুনাম বাড়তে পারে। প্রেমের চেষ্টা ব্যর্থ হতে পারে। ভাল কাজ করেও অপমান জুটতে পারে। বেদ-পুরাণ চর্চাতে মনের আনন্দ বৃদ্ধি।
কুম্ভ
লোকের ভাল কাজের জন্য আপনার মনে হিংসার উদয় হতে পারে। বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু সাবধান থাকুন। ভ্রমণে বাধা পড়তে পারে। শত্রুর আক্রমণ বাড়তে পারে।
মীন
প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। লোকের অশান্তি দেখে আজ ভাল লাগবে। আত্মীয় নিয়ে কোনও ভাল আলোচনা। সমাজের উন্নতিতে সহযোগিতা করা।